ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম পদকে ভূষিত হলেন এস আই খাজু মিয়া

এ.কে পলাশ, কুমিল্লা, প্রতিনিধি:
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২৫
Link Copied!

এ.কে পলাশ, কুমিল্লা, প্রতিনিধি:

সাহসিকতাপূর্ণ, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হয়েছেন।

গত ০৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখে এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া তাঁর সঙ্গীয় ফোর্সসহ এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সফল অভিযানে অংশ নেন, যা তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি এনে দিয়েছে। গত ০৩/০৬/২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ২২.৩৫ ঘটিকায় সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশী চালাচ্ছিলেন। এই সময় কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোডগামী একটি সিএনজি’কে সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে থাকা ৩ জন আসামীর মধ্যে বাম পাশে থাকা ০১ জন দুষ্কৃতিকারী ডিউটিরত পুলিশ সদস্যদের গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করে। তৎক্ষণাৎ, ডিউটিরত অফিসার ও ফোর্সরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এই সময় এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়া আহত হন।
অতঃপর, পুলিশ দল সাহসিকতার পরিচয় দিয়ে আসামী:
১। ৪০টি মামলার আসামী মোঃ খাইরুল হাসান (৩০) – (যাঁর ডান হাতে থাকা একটি বিদেশী পিস্তলসহ),
২। ১৬টি মামলার আসামী মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), এবং
৩। ১৪টি মামলার আসামী মোঃ সোহাগ মোল্লা (৩৫) গনকে গ্রেফতার করতে সক্ষম হন এবং ঘটনাস্থলে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করেন । জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামীগণ অজ্ঞাতনামা সিএনজি চালকের পরস্পর যোগসাজশে পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষ্যে পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এই দুস্কৃতিকারীদের অবৈধ অস্ত্রসহ সাহসিকতার সহিত গ্রেফতার করার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এস.আই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) পদকে ভূষিত করেছে। এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের প্রতি তাঁর অক্লান্ত পরিশ্রম, নির্ভীকতা ও দায়বদ্ধতার প্রমাণ বহন করে। এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া’র অসামান্য বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) অর্জনের জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।