ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় দুর্ধর্ষ ডাকাতি, লুটে নিল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ১৫ অক্টোবর ২০২৫
Link Copied!

ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চান্দিনার কেরনখাল ইউনিয়নের কোড়েরপাড় গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে গৃহকর্তা মমতাজ উদ্দিন (৪৭) কে এলোপাথারি কুপিয়ে আহত করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে  রহমান মাস্টারের ছেলে মমতাজ উদ্দিন (৪৭)-এর বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মমতাজ উদ্দিন বর্তমানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত মমতাজ উদ্দিনের ছেলে ইয়াছিন রহমান জানান, রাত আড়াইটার দিকে আমার জেঠা মনির হোসেন দরজায় এসে ডাক দেন। মা-বাবা দরজা খুলতেই কয়েকজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে বাবাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে। এর আগে ডাকাতদল আমার জেঠার ঘরের দরজা ভেঙে মোবাইল ফোন নিয়ে যায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে ডাকতে বাধ্য করে। ডাকাতদল ডাকাতি শেষে বেড়িয়ে গেলে আমরা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি জাবেদ উল ইসলাম) জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আহত গৃহকর্তার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।