ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শাল্লায় কবরস্থানের জমি ও রাস্তা দখল, প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ

শাল্লা প্রতিনিধি, সুনামগঞ্জ:
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০২৫
Link Copied!

শাল্লা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আব্দুল করিম ও আব্দুল মজিদের বিরুদ্ধে কবরস্থানের জমি ও রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। কবরস্থানের প্রবেশপথ বন্ধ করে সেখানে বিশাল পানির ট্যাংক ও স্থাপনা নির্মাণ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, মজিদ বাহিনীর ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। গত ৮ আগস্ট ২০২৫ তারিখে এক ভুক্তভোগী শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে ২০২৪ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা (নং ৪২২/২০২৪) হয়। আদালত জমি দখল থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন যে, আব্দুল করিম কবরস্থানের জমিতে বিল্ডিং নির্মাণ করছেন। আদালতের নির্দেশের পর ৭ মাস নির্মাণ বন্ধ থাকলেও সম্প্রতি আবারো দিন-রাত কাজ শুরু হয়েছে।

গত ৯ আগস্ট শনিবার সাংবাদিক মোঃ ফারুক বিষয়টি নিয়ে তার ফেসবুক পেজে ভিডিও পোস্ট করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তার ছবি এডিট করে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

কবরস্থান কমিটির সদস্য ফজল মিয়া জানান, “আমি নিজেও ভুক্তভোগী। লাঠিয়াল বাহিনী নেতা আব্দুল মজিদ আমার অনেক ধানের জমি নষ্ট করে ফেলে। গত বৈশাখ মাসে আমার ধান কেটে নিয়ে যায়। কবরস্থানের জমি নিয়ে প্রতিবাদ করলে আরও ক্ষতি করার হুমকি দেয়।”

এলাকার প্রবীণ মুরুব্বী ও সাবেক মহিলা মেম্বার সাইদা বেগম বলেন, “আব্দুল মজিদ আমার ৪ খের জমি দখল করেছে। মামলা করেও জমি উদ্ধার করতে পারিনি। এখন স্থানীয় জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কবরস্থানের জমি-রাস্তা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।