ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ার খুটাখালীতে ৫৫ বছরেও অবহেলিত চড়িবিল-সেগুনবাগিচা সড়ক: জনদুর্ভোগে চরমে ৮ হাজারেরও বেশি মানুষ

Link Copied!

সিরাজুল ইসলাম, দক্ষিণ বিভাগীয় ব্যুরো প্রধান, চট্টগ্রাম:

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরেও কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ চড়িবিল-সেগুনবাগিচা সড়ক পড়ে রয়েছে ভয়াবহ অবহেলায়। সড়কটি এখন এক অচল, ভাঙাচোরা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। অথচ এই সড়ক ঘিরেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও কৃষি কার্যক্রমের কেন্দ্রবিন্দু।

হাজারো মানুষের দুর্ভোগ, রাজস্ব আদায়ে শীর্ষে এলাকা স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সরকার এখান থেকে ১ কোটি ২০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করলেও সাধারণ মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার ৮ হাজারেরও বেশি জনগণ, যাদের মধ্যে ভোটার প্রায় ৫ হাজার।

সড়কটি খুটাখালী ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ১০০ গজ পশ্চিমে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে শুরু হয়ে চড়িবিল, হরিখোলা, বাগানপাড়া, কালাপাড়া, সাপেরগাড়া, লাইলারমার পাড়া, ইয়াংছা হয়ে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিস্তৃত।
বর্ষা মৌসুমে রাস্তা পানিতে তলিয়ে যায়, আর শুষ্ক মৌসুমে ধুলো ও গর্তের যন্ত্রণায় পথচলা হয়ে ওঠে কষ্টকর। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও কৃষকদের জন্য এ সড়ক যেন এক নিরব অভিশাপ।

শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষিজমি ঘিরে

এ সড়ক ঘিরে রয়েছে—

হাজী বদিউজ্জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১টি হাফেজখানা

১টি মাদ্রাসা

৪টি জামে মসজিদ

১টি হিন্দু মন্দির

হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রায় ৮০ একরের বেশি চাষোপযোগী জমি

প্রতিদিন ৩-৪ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন।

দুর্নীতি ও অব্যবস্থাপনাই বড় বাধা

স্থানীয় যুবদল নেতা রাইহান উদ্দিন শাহআলম, বিএনপি সদস্য শহিদুল ইসলাম ও মো. এহেছান জানান,
“প্রায় ৩৫ বছর আগে মরহুম চেয়ারম্যান নুরুল আবছার হেলালীর সময় সড়কের উন্নয়নে ৪ লাখ ৭০ হাজার টাকার বরাদ্দ দেওয়া হলেও তৎকালীন সদস্য ও ঠিকাদার মিলে সে অর্থ আত্মসাৎ করেন। পরে মামলায় দোষীদের জেল ও জরিমানাও হয়।”

এরপর বিগত সরকার কিছু অংশে ইট বসালেও তা রক্ষণাবেক্ষণের অভাবে ধসে গিয়ে গর্তে পরিণত হয়েছে। প্রায় ১৫ চেইন দৈর্ঘ্যের কাঁচা অংশ বর্তমানে একেবারে ধ্বংসপ্রাপ্ত।

এলাকাবাসীর দাবিগুলো:

আধুনিক ও স্থায়ী সড়ক নির্মাণ, দু’পাশে গাইড ওয়াল, প্রয়োজনীয় স্থানে কালভার্ট, বর্ষা উপযোগী ড্রেনেজ ব্যবস্থা, সম্পূর্ণ আরসিসি ঢালাই সড়ক

জনপ্রতিনিধির ভাষ্য:

খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান বলেন, “সড়কটির উন্নয়ন বিষয়ে আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি। বাজেট পেলে কাজ শুরু হবে। তবে গত ১৫ বছরে ইউনিয়নে সড়ক উন্নয়নে তেমন কোনো বরাদ্দ আসেনি।”

সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা-

চড়িবিল-সেগুনবাগিচা সড়কের উন্নয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।