ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে তাঁত শিল্পে বৈষম্য ও অনিয়ম, দিশেহারা শ্রমিক; সুদিন ফিরিয়ে আনার আহ্বান

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও জনগণের প্রত্যাশার প্রতিফলন লক্ষ করা যায়। তবে গণমাধ্যম ও রাজনীতির সাথে সম্পৃক্ত অনেকেই প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা। এ অঞ্চলের উৎপাদিত পণ্যের সুনাম শুধু সারাদেশেই নয়, বহির্বিশ্বেও রয়েছে। তাঁত শিল্পের কারণে এ অঞ্চলে হাজারো মানুষের কর্মসংস্থান হলেও শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে। দীর্ঘদিন তাঁতে কাজ করে অধিকাংশ শ্রমিক পরিবার পরিণত হয়েছে নিঃস্বতায়। বয়সের ভারে ন্যুব্জ শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। কেউ কেউ ভিটেমাটি বিক্রি করে সন্তানের জীবিকার তাগিদে ভিন্ন পেশায় ঠেলে দিয়েছেন, কেউ ঋণগ্রস্ত হয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, আবার কেউ পরিবার-পরিজন হারিয়েছেন অভাবের চাপে।

অন্যদিকে হাতে গোনা কয়েকজন তাঁত মালিক ব্যাংক ঋণ, রাজনৈতিক ছত্রছায়া ও নানা কৌশলে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তারাই আবার স্থানীয় রাজনীতির পৃষ্ঠপোষক হয়ে সুবিধা আদায় করছেন। ফলে সরকার প্রদত্ত নানা সুবিধা প্রান্তিক শ্রমিকদের হাতে না গিয়ে কিছু সুবিধাভোগী ব্যক্তির দখলে চলে যাচ্ছে।

উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ শিল্প খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য চালু রয়েছে। এর নেপথ্যে রয়েছে প্রশাসনের অসৎ ব্যক্তিদের সিন্ডিকেট, রাজনৈতিক লিয়াজো ও প্রভাবশালী মহলের ছত্রছায়া। শ্রমিকদের পরিচালনা করা, প্রতিবাদকারীদের নাজেহাল করা, এমনকি ভয়ের মধ্যে রাখা—এসব কৌশলে শ্রমিকদের দুর্দশা বাড়ছে প্রতিনিয়ত।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, সরকারের দেওয়া সহায়তা যদি গণমাধ্যম কর্মী ও সৎ উদ্যোক্তাদের সমন্বয়ে সঠিক পরিকল্পনায় কাজে লাগানো যায়, তবে এ শিল্প নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। তাদের দাবি, বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, অসুস্থ ও বয়স্ক শ্রমিকদের সহায়তা, মানবিক উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং স্বচ্ছ উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এ শিল্পকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।

এলাকাবাসীর অভিযোগ, যুগ যুগ ধরে কিছু অসৎ ব্যবসায়ী ও সুবিধাবাদী গোষ্ঠী রাজনীতির ছত্রছায়ায় এ শিল্পকে জিম্মি করে রেখেছে। এখনই সময় তাঁদের মুখোশ উন্মোচন করে প্রকৃত শ্রমিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের।

সংশ্লিষ্টরা মনে করছেন, গণমাধ্যমের দায়বদ্ধতা এখানে বড় ভূমিকা রাখতে পারে। দুর্নীতি ও বৈষম্য উন্মোচন করে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের দাবি জনগণের পক্ষে তুলতে হবে। তবেই বেলকুচির তাঁত শিল্প জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।