ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চিলির বিপক্ষে ব্রাজিলের একাদশে যে চমক থাকছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ৪ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের আর মাত্র দুই রাউন্ড বাকি। যার প্রথমটিতে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি।

চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন সারছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গ্রাঞ্জা কোমারিতে অনুশীলনে আবারও চার ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন। যার মানে দাঁড়াচ্ছে চিলির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ৪-২-৪ ফর্মেশনে খেলতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের আগে এটিই ঘরের মাঠে ব্রাজিলের শেষ ম্যাচ। আর সেই ম্যাচে আক্রমণাত্মক দল খেলানোর পথেই হাঁটছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওরা।

এদিন রুদ্ধদ্বার অনুশীলনে ইতালিয়ান কোচ যে একাদশ ব্যবহার করেছেন, তা ফাঁস হয়ে গেছে। আগামীকালের ম্যাচে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের প্রথম একাদশ। আর এই একাদশ নিম্নরূপ: গোলবারের নিচে অ্যালিসন, রক্ষণভাগে ওয়েসলি, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ডগলাস সান্তোস; মাঝমাঠে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস; ফরোয়ার্ড লাইনে এস্তেভাও, রাফিনিয়া, জোয়াও পেদ্রো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এদিন অনুশীলমে আনচেলত্তি প্রথমে রক্ষণভাগকে সেট পিস সামলানো নিয়ে কাজ করান এবং এরপর গতিশীল চার ফরোয়ার্ডের সঙ্গে আক্রমণাত্মক কৌশল অনুশীলন করান।

এই ফরমেশনটি সেই ফরমেশনের সঙ্গে মিলে যায় যা জুনে প্যারাগুয়েকে হারিয়েছিল এবং ব্রাজিলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। সেদিন ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুনিয়া আক্রমণে পালা করে খেলেছিলেন, রাফিনিয়া যেন ঢুকে পড়তে পারেন সে জন্য জায়গা তৈরি করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কুনিয়ার অ্যাসিস্টেই একমাত্র গোলটি করেছিলেন রিয়াল মাদ্রিদে খেলা ভিনি।

এবার মার্টিনেল্লি খেলবেন বাম প্রান্তে, এস্তেভাও ও রাফিনিয়া ডানদিক ও মাঝের মধ্যে অদলবদল করবেন, আর জোয়াও পেদ্রো থাকবেন ওপরে গতিশীল স্ট্রাইকার হিসেবে। কোচিং স্টাফের লক্ষ্য হলো ব্রাজিল যেন আক্রমণে চাপ ধরে রাখে এবং ওয়েসলিকে ডান দিক দিয়ে পাসিংয়ের জন্য কার্যকরভাবে ব্যবহার করা যায়।

বুধবার তেরেসোপোলিস থেকে রিও ডি জেনেইরো রওনা হবে ব্রাজিলের বহর, যেখানে তারা রাত কাটাবে বার্রা দা তিজুকার এক হোটেলে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল বর্তমানে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইকুয়েডর দুইয়ে। আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ধরাছোঁয়ার বাইরে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; ওয়েসলি, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস; এস্তেভাও, রাফিনিয়া, জোয়াও পেদ্রো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।