ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ডাগআউটে দাঁড়ানোর স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন জামাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

খেলোয়াড়ি জীবন শেষ করে কী করবেন জামাল ভূঁইয়া? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা জামাল দিয়েছিলেন অনেক আগেই। অনেক আগে থেকেই তার বড় স্বপ্ন ছিল ডাগআউটে দাঁড়ানোর। এবার সেই স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়ে গেলেন জাতীয় দলের এই অধিনায়ক। হাতে পেয়েছেন ‘এ’ লাইসেন্স, ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খবরটি অবশ্য তিনি নিজেই জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খুব একটা মাঠে নামার সুযোগ মিলছে না জামাল ভূঁইয়ার। গত নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে দলেই ছিলেন না তিনি। এরপর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষেও মাঠে নামার সুযোগ মেলেনি তার।
গত জুলাইয়ে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধে মাঠে নেমেছিলেন জামাল। তবে পরের ম্যাচে আবারও দলের বাইরে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল তপু বর্মনের হাতে।

এএফসি ‘বি’ লাইসেন্স কোর্সের সার্টিফিকেট পেয়েছেন আগেই। এবার ‘এ’ লাইসেন্সও হাতে পেলেন জাতীয় দলের এই অধিনায়ক। নিজের স্বপ্ন পূরণের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত ক্যাপ্টেন কুল।

বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এএফসির সার্টিফিকেট হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন জামাল ভূঁইয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে আমার এ-লাইসেন্স কোচিং ডিপ্লোমা হাতে পেয়েছি।’

ডাগআউটে দাঁড়ানোর স্বপ্নটা অনেক থেকেই তাড়া করে বেড়াচ্ছে জামালকে। আজ সন্ধ্যায় নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে তাদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে এই সুখবরটি দিলেন জামাল ভূঁইয়া।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।