ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘মোদি স্বৈরশাসক’, উঠল ভারত ভাঙার ডাক!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ৪ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

ভারতকে ভেঙে টুকরো করার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমের দাবি, ইউরোপ নিজে ভারতের কাছ থেকে রাশিয়ার তেল কিনে শোধনের পর ব্যবহার করছে। এর মাঝেই ইউরোপের একাংশের ‘সাম্রাজ্যবাদী মানসিকতা’র বহিঃপ্রকাশ ঘটল বলে অনেকে মনে করছেন। কারণ গুনথার প্রকাশ্যে বলেছেন—ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে কয়েকটি ছোট ছোট রাষ্ট্রে ভাগ করা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ–সংক্রান্ত একটি মানচিত্রও প্রকাশ করেন তিনি। https://x.com/GunterFehlinger/status/1962780810689274029/photo/1

উল্লেখ্য, গুনথার ফেলিঙ্গার ইউক্রেন, কসোভো, বসনিয়া এবং অস্ট্রিয়ার ন্যাটো সদস্যপদ–সংক্রান্ত অস্ট্রিয়ান কমিটির সভাপতি। তবে এই কমিটি সরাসরি ন্যাটোর সঙ্গে সম্পৃক্ত নয়।

এক্সে দেওয়া পোস্টে গুনথার লিখেছেন—
“ভারতকে ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।”

পোস্টের সঙ্গে দেওয়া মানচিত্রে দেখা যায়—উত্তর ভারত সম্পূর্ণভাবে খালিস্তান হিসেবে চিহ্নিত। পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর–পূর্বাঞ্চল, কেরালা ও তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলো আলাদা পতাকার রঙে বিভক্ত।

আরেক পোস্টে তিনি লেখেন—
“আজ আমি ‘শিখ ন্যারেটিভ’ (এক্স হ্যান্ডেল)–এর সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেছি। খালিস্তান কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে, তা নিয়ে কথা হয়েছে। ভারতকে ‘সাবেক ভারত’ বানাতে হবে। রাশিয়াপন্থি স্বৈরশাসক নরেন্দ্র মোদির কবল থেকে জনগণকে মুক্ত করার পথ নিয়েই আমাদের আলোচনা হয়েছে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।