ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

ব্র্যাক ব্যাংক পিএলসি-র পরিচালনা পর্ষদ তারেক রেফাত উল্লাহ খানকে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

তারেক ২৭ মে থেকে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে তাকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “তারেক রেফাত উল্লাহ খান হলেন আদর্শ লিডার, যিনি ব্যাংককে ভবিষ্যতের প্রবৃদ্ধির দিকে এগিয়ে নেবেন। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে উদ্ভাবনী, আস্থা-ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে, যা গ্রাহক, ব্যাংকিং খাত, সমাজ ও দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

ব্যাংকিং খাতের অভিজ্ঞ লিডার

তারেক ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে প্রায় তিন দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।

আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করার পর, তিনি এবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ইস্টার্ন ব্যাংকে করপোরেট ব্যাংকিং ডিভিশনে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ হিসেবে দায়িত্ব পালনকালে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিইও ও চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেন।

গ্লোবাল অভিজ্ঞতা ও শিক্ষাগত উৎকর্ষতা

তারেক ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ক্রেডিট রিস্ক, লোন স্ট্রাকচারিং, করপোরেট গভর্নেন্স, লিডারশিপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (মার্কেটিং) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের ওমেগা পারফরম্যান্স করপোরেশন থেকে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্টে সার্টিফিকেশন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।