ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চীনে কুচকাওয়াজে কিম জং উনের কন্যা কিম জু এ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার কন্যা কিম জু এ। এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর এবং জনসমক্ষে অভিষেক বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এই সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাজতান্ত্রিক শাসনের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে কিম জু এ-কে ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। কিম জং উন ও তার কন্যা ব্যক্তিগত ট্রেনে করে পিয়ংইয়ং থেকে চীন পৌঁছান। সেখানেই তাকে বাবার ঠিক পেছনে হাঁটতে দেখা যায়।

যদিও আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেছে—২০১৩ সালে মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান কিম পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে যে ছোট্ট মেয়েকে কোলে নিয়েছিলেন, সেই-ই বর্তমানে কিশোরী কিম জু এ।

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জল্পনা

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) আপাতত কিম জু এ-কে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে। তবে উত্তর কোরিয়ার ইতিহাসে এখনো কোনো নারী শাসক আসেনি, তাই তার ভবিষ্যৎ ক্ষমতা নিয়ে সংশয় রয়ে গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, কিম জং উন তার পিতা কিম জং ইলের সঙ্গে কখনো বিদেশ সফর করেননি। অথচ কিম জং ইল নিজে ১৯৫০-এর দশকে তার পিতা কিম ইল সুং-এর সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন। সেই ঐতিহাসিক দৃষ্টান্তের কারণে কিম জু এ-র বিদেশ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

কে এই কিম জু এ?

২০২২ সালে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় প্রথমবার জনসমক্ষে কিম জু এ-কে দেখা যায়। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কিম জং উনের সন্তানদের বিষয়ে সম্পূর্ণ নীরব ছিল।

ধারণা করা হয়, বর্তমানে কিম জু এ-র বয়স প্রায় ১৩ বছর। ২০২৩ সাল থেকে তাকে বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে দেখা গেছে, এমনকি ডাকটিকিটেও তার ছবি প্রকাশিত হয়। তাকে “সম্মানিত কন্যা” বলে সম্বোধন করা হয়, যা ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, কিম জু এ ঘোড়ায় চড়া, স্কি ও সাঁতার পছন্দ করেন। তাকে রাজধানী পিয়ংইয়ংয়ের বাসায় থেকেই পড়াশোনা করানো হয়।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কিম জু এ ধীরে ধীরে এমন সব সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যেখানে আগে কিম জং উনের স্ত্রী রি সল জু উপস্থিত থাকতেন। বিশ্লেষকদের মতে, এটি হতে পারে ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।