ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ার সেনাদের সাহসিকতার জন্য কিমকে ধন্যবাদ পুতিনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া তার সৈন্যদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে বৃহত্তম সামরিক কুচকাওয়াজের আয়োজন করলে, সেখানে বুধবার (৩ সেপ্টেম্বর) পুতিন ও কিমের বৈঠক হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম কিম জং উন কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন। সাধারণত তিনি বিদেশ ভ্রমণ এড়িয়ে চলেন এবং অন্য নেতাদের সঙ্গে একান্ত বৈঠকেই সীমাবদ্ধ থাকেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর পুতিন জানান, রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এমনকি পিয়ংইয়ংয়ের সেনারা কুরস্ক অঞ্চল মুক্ত করতে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি।

বৈঠকে পুতিন কিমকে উদ্দেশ্য করে বলেন,
“আপনার সৈন্যরা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। আমরা আপনার সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের আত্মত্যাগ কখনও ভুলব না।”

এসময় রুশ প্রেসিডেন্টের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জানান কিম জং উন। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে যাচ্ছে।

কিম আরও যোগ করেন,
“যদি রাশিয়াকে সাহায্য করার কোনো উপায় থাকে, আমরা ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব হিসেবে অবশ্যই তা করব।”

দক্ষিণ কোরিয়ার দাবি, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করতে উত্তর কোরিয়া প্রায় ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের সঙ্গে ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্রও সরবরাহ করা হয়েছে। বিনিময়ে উত্তর কোরিয়া খাদ্য, অর্থ এবং প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে বলে ধারণা করা হয়।

এর আগে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছিলেন, মাত্র তিন মাসে উত্তর কোরিয়ার অন্তত এক হাজার সেনা নিহত হয়েছে। পরে সিউলের আইনপ্রণেতারা জানান, মোতায়েন থাকা ১৫ হাজার সেনার মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ জন হতাহত হয়েছে, যার মধ্যে ৬০০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।