ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পুতিন-শি-কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ট্রাম্পের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

চীনের বেইজিংয়ে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেয়া রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের একত্রিত হওয়াকে ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কুচকাওয়াজে চীনের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শিত হয়। এর মধ্যে ছিল ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক মিসাইল, উন্নতমানের সাবমেরিন এবং স্থলভিত্তিক মানবহীন যুদ্ধ ব্যবস্থা। বিশেষজ্ঞরা দাবি করেছেন, প্রদর্শিত নতুন লেজার অস্ত্র ইলেকট্রনিক্স ধ্বংস করতে সক্ষম এবং এমনকি পাইলটদের দৃষ্টিশক্তিও নষ্ট করে দিতে পারে।

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনও তিয়ানানমেন গেটে উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে শি সতর্ক করে বলেন, বিশ্ব এখনো ‘শান্তি না যুদ্ধ—এই দ্বন্দ্বের মুখোমুখি’। একইসঙ্গে তিনি চীনকে ‘অপ্রতিরোধ্য’ বলে আখ্যায়িত করেন।

পরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প লেখেন, “আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, শি জিনপিং, দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন।” তিনি আরও যোগ করেন, “প্রেসিডেন্ট শি এবং চীনের অসাধারণ জনগণ যেন একটি মহৎ ও স্মরণীয় দিন উদযাপন করে।”

তবে ট্রাম্পের এই অভিযোগ নাকচ করেছে রাশিয়া। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, “এখানে কোনো ষড়যন্ত্র হয়নি, কেউ ষড়যন্ত্র করছে না। এমন চিন্তাও কোনো নেতার (শি, পুতিন, কিম) মাথায় আসেনি।”

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।