ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাঃ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আরবীঃ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
  1. Lead1
  2. Lead2
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কর্পোরেট নিউজ
  7. খেলা
  8. চাকরি
  9. চিকিৎসা
  10. চিত্র বিচিত্র
  11. পরবাস
  12. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
  13. বিজ্ঞাপন বার্তা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প প্রতারিত বোধ করছেন: মার্কিন বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ৩ সেপ্টেম্বর ২০২৫
Link Copied!

মার্কিন কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ অ্যাশলে জে. টেলিস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তিনি প্রতারিত হয়েছেন, কারণ ভারত-পাকিস্তান সংঘাত সমাধানের কৃতিত্ব তার প্রাপ্য হলেও তিনি তা পাননি। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে টেলিস এ মন্তব্য করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেলিস বলেন, “আমার মনে হয় ট্রাম্পের ধারণা, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংকট সমাধানে তার যে অবদান ছিল, তার জন্য তিনি যথাযথ স্বীকৃতি পাননি।”

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর আগে গত মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের কয়েকদিনের সামরিক সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।

সে সময় ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। কিন্তু নয়াদিল্লি তার এই দাবি অস্বীকার করলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সাক্ষাৎকারে টেলিস বলেন, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে বাইরের কারও ভূমিকা ছিল না—ভারতের এমন অবস্থানের কারণে ট্রাম্প অসন্তুষ্ট।

এদিকে মার্কিন সরকারি কর্মকর্তারা রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তাদের মতে, এভাবে তেল কেনা মানে ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধকে আর্থিক সহায়তা দেয়া। সেই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প এখনও তা করতে ব্যর্থ হয়েছেন।

ভারতকে “শুল্কের মহারাজ” আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, নয়াদিল্লি রাশিয়ান তেল আমদানি অব্যাহত রেখে মুনাফাখোর নীতি অনুসরণ করছে।

আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।