তীব্র বৃষ্টিপাতের প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ান দ্বীপ ফ্লোরেসে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ পরিচালনা সংস্থা (বিএনপিবি) আজ রবিবার এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, ফ্লোরেসের পূর্বদিকে আদোনারা দ্বীপে একটি ব্রিজ ভেঙে পড়েছে। উদ্ধারকারীরা তীব্র বৃষ্টিপাত, প্রবল বাতাস এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এখনো লড়াই করছেন। মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
উল্লেখ্য, চলমান ভারী বৃষ্টিপাত এবং পানির তীব্র স্রোতের প্রভাবে স্থানীয় বাসিন্দাদের অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে ফ্লোরেসের ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সূত্র : রয়টার্স।
Leave a Reply