মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যে মোল্লাহাটে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২১।মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস- ২০২১এর উদ্বোধন করা হয় এবং নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম।এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবির কুমার মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, রফিকুল ইসলাম, মুন্সি তানজিল হোসেন, বাবলু মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।
Leave a Reply