মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষে এম,এ খায়ের স্মৃতি আট দলীয় ভলিবল টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডাঃ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে উক্ত খেলার ভেন্যু কাহালপুর হাই স্কুল মাঠ’কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিশাল আয়োজনের এ খেলা দর্শকের ভিড়ে রূপ নিতে পারে জনসমুদ্রে। সে বিষয় বিবেচনায় গ্রহণ করা হয়েছে যাবতীয় ব্যবস্থা। বৃহস্পতিবার বিকালে খেলার ভেন্যু ও আশা-পাশ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা ও উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মনসুর স্মৃতি সংসদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস আমিনুল ইসলাম পলাশ, আ’লীগ নেতা মোঃ ফারুক হোসেন মোল্লা, মোঃ জিকরুল আলম, এস,এম নাসির উদ্দিন, আবুল বাশার মোল্লা, যুবলীগ নেতো ফজলে এলাহী লেবীন প্রমূখ।শুক্রবার সকাল ১০ টা হতে দিনব্যাপী চলবে এ খেলা।
Leave a Reply