আল্পস পর্বতমালা নহে,
নহে সুইজারল্যান্ডের কন্যা কুমারী ‘
এতটুকু বলতে পারি
তুমি শস্য শ্যামলা অপরুপ বাংলার
স্নেহময়ী নারী:
তুমি এলে প্রভাতে মাঠেঘাটে
বিশুদ্ধ ভালবাসায়,
তুমি সবুজ বাঙলায় যুবকের
ভবিষ্যৎ নিশিভোর
আবেশে তোমার শিহরিত হবে
ঝংকার বাজী হবে দেহখান
অহর্নিশি বাজবে যুবতী
যুবকের শস্য শ্যামল বাংলায়।
Leave a Reply