তুমি নজরুল !
—সুমিত সাহার
তুমি ছন্দে বিভোর ছন্দে রচেছ, জীবনের কতো সনলাপ।
তুমি মারজনা কভু কর নাই নিজে, সমাজের শত অভিশাপ।
তুমি অনাবিল পথে চলিয়াছ সদা, বাহুবলী বীর দর্পে।
তুমি ভুরুকটি করনি বাড়াতে নিজেরে, কত কালনাগিনী সরপে।
তুমি বাংলা মায়ের দামাল ছেলে, দুই বাংলার রূপকার।
তুমি ভাষার মায়াতে আগুন ছড়ায়ে, দুসতর পথে দুর্বার।
তুমি অগনিবীণার মনথনে একা, নিরভয় বুকে বনহি।
তুমি সবাধীনতা পেতে উড়ায়ে বলাকা, অজানার পথে ধন্যি।
তুমি অপার প্রাণের ভালোবাসা আর, বিদরোহ মাঝে ঝনকার।
তুমি খেত মজুরের নীরব চাহনী, ছন্দে ছাপায়ে খুরধার।
তুমি মুক্তি পথের ভৈরব সেজে, বেয়াদবি করে ছারখার।
তুমি বাংলা মায়ের খুশীর ঝনঝা, ইনরাজে দিয়া ফুতকার।
তুমি আজ নেই, তবু আছো শুধু, ভালবাসা মাখা হৃদয়ে।
তুমি থাকিবে হেথায়, নয়ণের মণি, মোদের বখখ জড়ায়ে।
Leave a Reply