লেপটপে জনি মনি
—–মোঃ আলতাফ হোসেন
লেপটপে জনি মনি
করছে তারা লেখালেখি,
পাঠ্যবই আর স্কুল বেঞ্চ
নেইতো আর ঠেলাঠেলি।
স্কুলে আর ছুটির ঘন্টায়
নেইতো কোনো ছোটাছুটি,
গুরুজনে দিচ্ছে জ্ঞান
বিদ্যা অর্জনে হোয়াইটস আপ!
জনি মনির চলছে কোচিং-
সকাল সন্ধ্যা রাত,
গুরুমশাই বলছে না আর
গুরু গম্ভীর হাঁক।
পাঠ্য বইয়ের আদর্শ সুচী
কন্ঠ শুনে জনি মনি,
জুম ক্লাসে চোখের মনি
মেমোরি কার্ডে সেভ করি।
দিবারাত্রি যুক্ত থাকি
অনলাইনের ক্লাস করি,
ডিজিটালে শিখন শিখি
গ্লোবাল নেটওয়ার্কে গুরু জয়ী ।
বিদ্যাবুদ্ধির ইঁদুর দৌড়ে
বাবা-মার মুখ উজ্জ্বল করি,
ইন্টারনেটে রেজাল্ট দেখি
হুররে হুয়া উল্লাস করি।
Leave a Reply